ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত টাল দ্বীপের আগ্নেয়গিরি রোববার থেকে আবার জেগে উঠেছে। প্রথমে ছাই, গ্যাস, পাথর ফোয়ারার মতো বের হলেও সোমবার থেকে লাভা উদগিরণও শুরু হয়েছে। অগ্নুৎপাতের একাধিক ভিডিও সামনে আসলেও আগ্নেয়গিরির ছাইয়ের মধ্যে বজ্রপাতের একটি ভিডিও টুইটারে প্রায় ১৫ লাখ বার দেখা হয়েছে।