সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভয়াবহ হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া এই মহামারিতে ইরানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬৬ জন। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৬ জন। দেশটিতে এমন সংকটময় পরিস্থিতিতে করোনা আতঙ্কে অস্থায়ীভাবে ৫৪ হাজার কারাবন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।