টাইটানিকের চেয়েও বড়, দ্রুতগতির এবং শক্তিশালী একটি জাহাজ। সেটি এখন লং বিচ হারবারে বিশ্রামরত। নাম তার আরএমএস কুইন মেরি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই জাহাজটি আজো অন্যদের কাছে অনুকরণীয়। আর তাইতো এখনো জাহাজটি দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষের আনাগোনা ঘটে। শুধু জাহাজটি দেখতেই নয় বরং এর ভৌতিক রহস্য উদঘাটনেও ভিড় জমায় দর্শণার্থীরা।