মানুষের দৈনন্দিন ব্যবহারের অনেক পণ্যই তৈরি হয় চামড়া থেকে। বিশেষ করে, জুতা কিনতে গেলে আমরা অনেকেই চামড়া কি-না নিশ্চিত হই। এছাড়া ব্যাগ, বেল্ট ও গাড়ির সিটসহ নানান পণ্য তো আছেই। চামড়ার চাহিদা মেটাতে প্রতিবছরই বিশ্বে ১০০ কোটিরও বেশি পশু হত্যা করা হয়। শুধু তাই নয়, এর প্রক্রিয়াজাতকরণেও পরিবেশ মাত্রাতিরিক্ত দূষণ হয়। একচেটিয়া এই আধিপত্য শেষের দিকে, এখন ক্যাকটাস থেকে তৈরি হচ্ছে চামড়া।