পাপিয়া। বর্তমানে সবচেয়ে আলোচিত নাম। রাজধানীর তারকা হোটেলগুলোতে আয়োজন করতেন পার্টির। সাপ্লাই দিতেন নারী। এসকর্ট সার্ভিস। সুন্দরী তরুণীদের চাকরি দেয়ার নামে নরসিংদী থেকে ঢাকায় নিয়ে আসতেন। তারপর তাদের জিম্মি করে দিনের পর দিন করাতেন দেহ ব্যবসা। জানা গেছে, তার কুকর্মের ভিডি ক্লিপ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। কী আছে এসব ভিডিও ক্লিপে?