সপ্তম শ্রেণি পড়ুয়া কিশোরীর পেটের ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন অভিভাবক। তবে চিকিৎসার ফলে স্বল্প মেয়াদে ব্যথা কমে তার। কিন্তু কিছুদিন গেলেই আবারো রোগটি ফিরে আসে। এবার পেটের ব্যথা দূর করতে কিশোরীকে সরাসরি অপারেশন থিয়েটারে ঢুকান চিকিৎসকরা। অস্ত্রোপচারের এক পর্যায়ে কিশোরীর পেটে স্তূপ দেখে হতবাক চিকিৎসকরা। কারণ পেটের মধ্যে মিলেছে আধা কেজি আর্বজনা।-খবর আনন্দবাজার পত্রিকার।