অনেক জল ঘোলা করে পাকিস্তান সফরে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট দল। তবে নিরাপত্তা অজুহাতে পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। তবে খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি। চোট কাটিয়ে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ফিরছেন মুশফিক। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। তবে তাকে স্কোয়াডে রাখা না রাখার বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।