খুবই শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে কেটেছে রাত। তৃপ্তিও হয়েছে বেশ! আনুষঙ্গিক সব কাজ সেরে রওনা হলেন অফিসের পথে। অফিসের শুরুতে কাজের কোনো ব্যাঘাত না হলেও, খানিকটা সময় যেতে না যেতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। ব্যস, কাজের বাজল ১২টা! এমনটাই রোজকার ঘটনা অনেকের জন্যই।