মা প্রতিটা সন্তানের জীবনের এমন একটি আশির্বাদ যে সন্তানের জন্য নির্দ্বিধায় নিজেকে উৎসর্গ করেন। সন্তানের প্রতিটি চাওয়া পাওয়া তার কাছেই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সন্তানের ভালো মন্দ থাকার পুরো হিসেব তিনিই করেন। সন্তানকে পরম মমতায় আগলে রাখেন। সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত তার ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখেন মা। এ জগতে একমাত্র মা-ই সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন। মায়ের ভালোবাসার নিদর্শন শুধু মানুষের জন্যই প্রযোজ্য নয় বরং সমগ্র প্রাণিজগতের জন্য। মানুষের মতো প্রাণিজগতেও রয়েছে অবাক করা মাতৃত্ব।