তিতুমীরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলি। কৃষক পরিবারের সন্তান তিতুমীর ১৮২১ খ্রিষ্টাব্দে মক্কায় হজ করতে যান। সেখানে স্বাধীনতার অন্যতম পথপ্রদর্শক সৈয়দ আহমেদের সঙ্গে দেখা হয় তার। পরে সৈয়দ আহমেদের শিষ্য বনে যান তিনি। আর ওয়াহাবি মতবাদে অনুপ্রাণিত হন। এরপর মক্কা থেকে ফিরে এসে তিতুমীর তার গ্রামের কৃষকদের নিয়ে জমিদার ও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন।