চীন ফেরত বাংলাদেশিদের ক্ষেত্রে দেশে ফিরে আশকোনা হজ ক্যাম্পের ‘কোয়ারেন্টাইন ইউনিটে’ পর্যবেক্ষণে থাকার কথা থাকলেও বিমানবন্দরে স্ক্রিনিং শেষেই বাড়ির উদ্দেশে পা বাড়িয়েছিলেন হৃদয়। হয়তো পর্যবেক্ষণে থাকতে চাননি তিনি। এতেও শেষ রক্ষা হয়নি তার। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। তবে করোনাভাইরাসের কোনো আশঙ্কা নিয়ে নয়। ফেরার পথে সায়েদাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়ে তাকে।