মঞ্চে ওঠার সময় একবার। মোদির বক্তব্য শেষ করার পর একবার। আবার ট্রাম্প বক্তব্য শেষ করার পর একবার। মোট তিন-তিনবার নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প একে অপরকে আলিঙ্গন করলেন। এমনই সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশ ছিল 'নমস্তে ট্রাম্প'-এর মঞ্চে। তবে মঞ্চে দেয়া এক বক্তব্যেই ভারতের প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট।