১০ বছরে আট সন্তানের মা হয়েছেন ইমোজেন বানহাম নামের এক ব্রিটিশ নারী। মেইল অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যখন ৩০ বছর বয়সে বহু নারী যেখানে নিজের পরিবার গঠনের কথা ভাবছেন তখন তিনি বলছেন, গর্ভবতী হতে ও নবজাতককে কোলে নিতে আমি পছন্দ করি। মা হওয়ার অনুভূতি খুবই চমৎকার।