ওসমানে দেম্বেলে ও চোট যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। তিনি যত সময় মাঠে থাকেন, তার চেয়ে বেশি সময় কাটান ডাগআউটে। চোটের কারণে নিয়মিতই খবরের শিরোণামে আসা এ ফরাসি ফুটবলার এবার চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। অন্তত ৬ মাস তিনি মাঠে নামতে পারবেন না বলে অফিশিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে বার্সেলোনা।