নজরকাড়া অভিনয় দিয়ে দুই বাংলার শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব এখন জয়া আহসানের ঝুলিতে। তাই শুধু দেশেই নয় কলকাতাতেও তার ভক্তের সংখ্যাও অসংখ্য। এই ভক্তরা চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা পান না জয়ার ভক্তরা। এবার এলো সেই সুযোগ।