আধুনিক যুগে নারী বা পুরুষের সফলতা প্রায় একই তালে গতিশীল। পরিশ্রমের মাধ্যমে সমাজের শত বাধা উপেক্ষা করে সাফল্য হাতের মুঠোয় ধরা দিচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে পুরুষদের পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে নারীরা। কিন্তু সফলতায় নারী বা পুরুষই শুধু নয়, পরিশ্রমের মাধ্যমে হাতবিহীন নারীরাও চমক দেখাতে পারেন। সম্প্রতি ডান হাতবিহীন এক নারী তার বাম হাত দিয়ে একটি ভারত্তোলনের যন্ত্র মাথার উপর তুলেন। আর সেই দৃশ্য ধারণ করা ভিডিও অনলাইনে আপলোড হলে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।