নাটোরের বৈচিত্রময় কৃষিতে সংযোজিত হয়েছে অপার সম্ভাবনাময় ভাসমান পদ্ধতির সবজি চাষ। জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষকরা নদী আর বিলের পানিতে কচুরিপানার বেড বানিয়ে রকমারি সবজি চাষ করছেন। এ পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার নেই বলে উৎপাদিত সবজি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। আবাদী জমি কমে যাওয়ায় জলাধারের এই সবজি চাষ করেই আশার আলো দেখছেন কৃষকরা।