মহাকাশ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। এত কথায় খুব বেশি কান না দিয়ে নিজেই ঘুরে আসুন মহাকাশ থেকে। হয়তো ভাবছেন, এ জন্য তো বিজ্ঞানী হতে হবে। মোটেও না, কথায় আছে না- টাকা দিলে বাঘের দুধও মেলে। তেমনই টাকা খরচ করলে একসঙ্গে চার জন পৃথিবী ছেড়ে উড়ে যেতে পারবেন মহাকাশে।