২০১৮ সালে পোকোফোন ফ্ল্যাগশিপের আওতায় স্মার্টফোন বাজারে এনেছিল চীনা জায়ান্ট শাওমি। পোকো এফ১ নামের ওই স্মার্টফোন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এরপর থেকেই সাব-ব্রান্ডটির পরের সংস্করণ নিয়ে অপেক্ষায় গ্রাহকরা। কিন্তু তার আগেই শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে পোকো।