দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে বেন স্টোকস ও ওলি পোপের জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে সফরকারী ইংল্যান্ড। দু’জনের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৯৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৬০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ৪৩৯ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা।