১৮৮৯ সাল। পৃথিবীতে জন্ম নিলেন এক ব্যক্তি। নাম তার ফ্রান্সিসকো লেন্টিলি। যার ছিল চারটি পা ও দুটি যৌনাঙ্গ। ফ্রান্সিসকো মা-বাবার ১২তম সন্তান ছিলেন। তবে ১৩ তম সন্তানের অর্ধেক নিজের শরীরের বহন করেছিলেন তিনি। কালের পরিক্রমায় তিনি হয়ে উঠেন বিশ্বের অন্যতম সেনসেশন।